লক্ষ্মীপুরে ঘোড়া প্রতীকে মীর শাহ আলমের উঠান বৈঠক

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান:

লক্ষ্মীপুরে জড় -বৃষ্টি উপেক্ষা করে গনসংযোগ ও উঠান বৈঠক করছেন চেয়্যারম্যান প্রার্থী মীর শাহ আলম। তিনি বাড়ি বাড়ি গিয়ে করছেন প্রচার-প্রচারনা, পৌঁছে দিচ্ছেন উন্নয়নের বার্তা।

বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে জড়-বৃষ্টি উপেক্ষা করে ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণ সংযোগ ও উঠান বৈঠক করেন।

মীর শাহ আলম ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ১৩ বছর চেয়ারম্যান দায়িত্বে ছিলেন । বর্তমান নির্বাচনে তিনি ঘোড়া মার্কায় চেয়ারম্যান প্রার্থী।

জানা যায়, ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নে তার জনপ্রিয়তা ব্যাপক। ভোটাররা এইবার ও তাকে ক্ষমতায় দেখতে চান।

জানতে চাইলে মীর শাহ আলম বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি। আমি আসা করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমার জনগণ আমার পাশে আছে, আমি তাদেরকে নিয়ে গণসংযোগ করছি। আমি আশা করি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রশাসন আমাদের উপহার দিবে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.