সোলাইমান ইসলাম নিশান:
লক্ষ্মীপুরে উন্নতমানের খাবার নিয়ে নতুন সাজে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন হয়েছে গ্রামীণ ফুডস এর। গ্রামীণ ফুডসের অবস্থান বাজার রোড তমিজ উদ্দিন ঈদগা মাঠের বিপরীতে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে গ্রামীণ ফুডস এর উদ্বোধন হয়।
মানসম্পূর্ণ খাবারের সুসজ্জিত পরিবেশে সাজানো গ্রামীণ ফুডস কর্ণার। গ্রামীণ ফুডস উদ্বোধন এর পর থেকে দোকানে কাস্টমারদের ভিড়, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যস্ত হয়ে পড়ছে দোকানের মালিক মোঃ জাহাঙ্গীর হোসেন লিটন।
এই গ্রামীণ ফুডসে পাওয়া যায় স্পেশাল চকলেট স্টিক, সেমাই বিস্কিট, হরলিক্স বিস্কিট, সেরি কুকিজ,, ওভালটিন বিস্কুট সহ ১৮ ধরনের বিস্কুট ও স্পেশাল কপি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন রোল, বাচ্চাদের মিল্ক, জম্নদিনের কেক ৫০পাউন্ড পর্যন্ত, এছাড়াও বিভিন্ন ধরনের ফুড আইটেম ও খাবার রয়েছে।
এইসময়ে আশে পাশের দোকানদার, পথচারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ফুডসের খাবার খেয়ে মোঃ জোবায়ের বলেন, আলহামদুলিল্লাহ খাবার খুব সুস্বাদু হয়েছে, এইখানে ডিসপ্লেতে যে খাবার গুলো রেখেছে সবগুলো আমরা দেখেছি খুব ভালো লেগেছে। এইখানের কেক খুব দারুণ হয়েছে, এছাড়াও এইখানে ২০-৩০ বিস্কুট আইটেম আছে, আমি বিস্কুট খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে।
গ্রামীণ ফুডসে অবস্থানরত আরিফ উদ্দিন বলেন, আমাদের এইখানে ফুড আইটেম সবই আছে নাস্তা থেকে জম্নদিনের কেক, চকলেট, বেবিদের দুধ। আবার এইখানে কফিশপ আছে, পিছনে বসে নাস্তা করতে পারবে। বন্ধুবান্দব নিয়ে আড্ডা দিতে পারবে।
ফাস্টফুড আইটেম অনেক গুলো আছে, ইনশাআল্লাহ সামনে আরো পাবে। মানুষের চাহিদা অনুযায়ী জিনিস আনা হবে, আলহামদুলিল্লাহ আমাদের রিসপন্স ভালো, সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ।
গ্রামীণ ফুডসের মালিক জাহাঙ্গীর হোসেন লিটন বলেন , গ্রামীণ ফুডস এন্ড বেকারী। এইটা তমিজ ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে। এইখানে অনেক ধরনের বিস্কিট পাওয়া যায়। বিভিন্ন পার্টি হলে এইখানে ওর্ডার করলে ৩০ মিনিটের ভিতর তৈরি করে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ধরনের খাবার আছে। বিভিন্ন জম্নদিনের কেকের ওর্ডার নেওয়া হয়। বাচ্চাদের সকল ধরনের দুধ পাওয়া যায়। ফাস্টফুড আছে প্রিজ্বা,চিকেন বার্গার, চিকেন ফ্রাই, চিকেন চমুসা,চিকেন প্যাটিজ আরো অনেক আইটেম আছে, বসে খাওয়ার যাইয়া আছে, ভিতরে কফি হাউজ আছে, আপনারা সবাই আসবেন৷ ভিজিট করে যাবেন। সবাইকে আমন্ত্রন রইলো।