লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে পলি আক্তার নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন এলাকা থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শশুড় পক্ষের লোকজন পরিকল্পিত ভাবে পলিকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রাখে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহত পলি ওই এলাকার তোফায়েল আহম্মেদের মেয়ে।
নিহত পলির মামা জয়নাল আবেদীন জানান, দীর্ঘ দিন থেকে পলি’র স্বামী আনোয়ারের সাথে তার বড় ভাই আলমগীরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের গত বুধবার সকালে আলমগীর তার লোকজন নিয়ে পলি’র বাবা-মা ও তার পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে আহত করে। এই ঘটনায় পলি বাবা তোফায়েল আহম্মেদ বাদী হয়ে আলমগীরসহ কয়েক জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। আহতরা হাসপাতালে ভর্তি থাকার সুবাধে পলিকে একা পেয়ে তার ভাশুর আলমগীর ও শাশুড়ী রোকেয়া বেগম তাকে নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রাখে বলে অভিযোগ করেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।