লক্ষ্মীপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদরে লাহারকান্দীতে গলায় ফাঁস নিয়ে সজীব (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৫ টার দিকে লাহারকান্দী ইউনিয়নের কুতুবপুর গ্রামের মন্তাজ মিয়ার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মুজ্জাফর মুন্সি বাড়ির মান্নান হোসেনের বড় ছেলে।তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার সকালে নিহত সজীব শুধু বমি করতেছে, এর আগে নাকি সে অতিরক্ত মাদকসেবন করেছিলো,তাছাড়া সে প্রচুর পরিমানে মাদক সেবন করতো,মাত্রারিক্ত মাদক সেবনের কারনে মস্তিস্ক বিকৃত হওয়ার ফলে বিভিন্ন সময় নিজের শরীর নিজে ব্লেড দিয়ে একে রক্তাক্ত করতো। ঘটনার দিন বিকালে বোনের ওড়না নিয়ে পাশের বাড়ির নির্জন পুকুর পাড়ে সুপারে গাছের সাথে গলায় ফাঁস দেয়,পরে মা বোন খুঁজতে বের হলে,যেখানে নিয়মিত মাদক সেবন করতো সে স্থানে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা সহ মা বোন মিলে ঝুলন্ত থেকে লাশ নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষনা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, জানা গেছে নিহত যুবক মাদকসেবী ও অপ্রকৃত মস্তিস্কের কারনে গলায় ফাঁস দিতে পারে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে, পরিবারে কোনো অভিযোগ না থাকার কারনে লাশটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.