লক্ষ্মীপুরে ক্ষতিকর রং দিয়ে কেক তৈরি : ১লাখ টাকা জরিমানা

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশ, কৃত্রিম রং ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে জন্মদিনের কেক তৈরির অভিযোগে জুয়েল নামের এক কেক তৈরিকারককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার  বিকেলে পৌর শহরের সোনালী কলোনী এলাকার ওই কেক কারখানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা প্রদান করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

জরিমানাকৃত জুয়েল নোয়াখালী জেলার বেগমগঞ্জের সোনাপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন অস্বাস্থ্য পরিবেশে কেক তৈরি করে আসছে বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শহরের সোনালী কলোনী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি ও কেক তৈরিতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও অন্যান্য ক্ষতিকর উপাদান ব্যবহার করছে। এমন অভিযোগে ওই কেক তৈরির কারখানা অভিযান চালায় ইউএনও। এ সময় ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কেক তৈরিকারক জুয়েলকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্তকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.