সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Array

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার ফেব্রুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন। এসময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫ জনের প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আলাউদ্দিন, আবদুল আজিজ, রিয়াজ হোসেন, ফয়সাল ও নূর আলম। এদের মধ্যে আলাউদ্দিন ও নূরে আলম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ই ডিসেম্বর রায়পুরের চরপাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আলাউদ্দিন ও আবদুল আজিজের নেতৃত্বে কৃষক আবদুল মান্নানের ওপর হামলা চালানো হয়। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে । পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণের পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই দিনে নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে আলাউদ্দিনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ ২০১৩ সালে জুন মাসে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই নামে যে মানুষটির পরিচয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিaনি...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড়...

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...