রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে শুক্রবার গভীর রাতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২৪০ কেজি জাটকা ইলিশ ও ১টি ইঞ্চিন চালিত নৌকা জব্দ করা হয়। জব্দ করা জাল ও মাছের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেন। জব্দ করা সাড়ে ৬ মণ জাটকা বিভিন্ন এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও কোষ্টগর্ডের দায়িত্বরত অফিসার কন্টিনজেন্ট কমান্ডার শহীদুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, গভীর রাতে অভিযানের সময় জেলেরা নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জাটকা নিধনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।