লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মজুপুরে একটি তুলার মিলে আগুন লেগে প্রায় ১ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুর ১টার দিকে এলজিইডি অফিসের পশ্চিম পার্শে¦ তায়েফ কটন মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তায়েফ কটন মিলের মালিক রিয়াজ উদ্দিন মানিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ৩টি মেশিন সহ প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান ফরিদ আহম্মদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগে তায়েফ কটন মিলের ভেতরে থাকা ৩টি মেশিন সহ বেশ কয়েক বস্তা তুলা পুঁড়ে যায়।