লক্ষ্মীপুরে ওয়াফেল বসের শুভ উদ্বোধন

শেয়ার

No description available.সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরে আর্কষনীয় লুকে, ওয়াফেল এর সেরা স্বাদ নিয়ে হাজির হয়েছে ওয়াফেল বস। ওয়াফেল বসের প্রথম ব্রাঞ্চ ঢাকার মিরপুরে দ্বিতীয় ব্রাঞ্চ লক্ষ্মীপুর সদর হাসপাতাল রোডের তন্তুবায় সমিতি হতে পূর্ব পাশে সফিক ডিলার এর বাসার নিচতলায়।

রবিবার (২২ অক্টোবর ) বিকেল ৪ টায় স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে ওয়াফেল বসের শুভ উদ্বোধন করা হয়।
মনোমুগ্ধকর ইন্টেরিওর, সুস্বাদু ওয়াফেল সহ এখানে সবাই পাবে অন্যরকম একটা অভিজ্ঞতা।

ওয়াফেল বস উদ্বোধন এর পর থেকে রেস্টুরেন্টে কাস্টমারদের ভিড়, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যস্ত হয়ে পড়ছে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মেহেদী হাসান শুভ।
ওয়াফেল টেস্ট করে মোঃ রাজু বলে, ওয়াফেলের মান যতটা আসা করে ছিলাম তার চেয়ে বেশি ভালো, এত ভালো হবে যে আমি আশা করিনি।

ওয়াফেল খেতে থাকা আপন বলেন, ওয়াফেল গুলো জাস্ট অসাধারণ, সত্যি আ্যমাজিং লক্ষ্মীপুরে এত মজাদার ওয়াফেল খেতে পারবো কখনো ভাবিনি।

ওয়াফেল বস রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মেহেদী হাসান শুভ বলেন, আমি ওয়াফেল বস ব্যান্ডের মালিক, আমাদের মেন ব্রাঞ্চ ঢাকার মিরপুরে, আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুরে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এসেছি।আমাদের ওয়াফেল গুলো আপনারা ইনশাআল্লাহ ট্রাই করে দেখবেন, অনেক ভালো হবে আমার মতে। কারণ হচ্ছে নরমালি যেই বিষয় গুলো হয়,ক্রিস্পি থাকে না, তারপরে দেখা যায় অনেকের মাঝে আপনাদের লক্ষ্মীপুরের মানুষের মধ্যে ওয়াফেল নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা হতে পারে বাট আমাদের এইখানে ওয়াফেল ট্রাই করলে দেখবেন আমাদের টা একদম অথেন্টিক ক্রিস্পি ওয়াফেল যেইটা আপনারা এইখান থেকে পাবেন।আমাদের ওয়াফেল গুলো সাধে এবং মানে দুইদিক থেকেই আপনাদের জন্য ভালো হবে। আমাদের এই ওয়াফেল ব্রান্ডটার মেন ফোকাস আইটেম হলো ওয়াফেল। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আরো ফাস্ট ফুড যেই আইটেম গুলো আছে ওই গুলো আ্যড করার চেষ্টা করবো।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.