নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ ইউসুফ প্রকাশ কালা ইউসুফ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বুধবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত সন্ত্রাসী স্থানীয় পূর্ব কল্যাণপুর এলাকার তছির আহম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোতাহের হোসেন, আবু সাইদ, জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউসুফ প্রকাশ কালা ইউসুফকে আটক করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজিজুর রহমান মিয়া জানান, কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর থেকে সন্ত্রাসী ইউসুফকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসতঘরের সিলিংয়ের উপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।