লক্ষ্মীপুরে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার

শেয়ার

এ আই তারেক ,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে শনিবার (১১ মে) সকালে সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘এনপিও’র জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) লক্ষ্মীপুর জেলা আয়োজিত ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) বাস্তবায়নে।

প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রমেই উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে। আর উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে এবং শিল্পায়নে বেগবানের ধারা সৃষ্টি করার জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, জনগণের সুখ-সমৃদ্ধি তথা কল্যাণ ও তা নিশ্চিত করার জন্য কোনো দেশের সামগ্রিক যে উন্নতি দরকার সেই কাজটি শুধু একার পক্ষে সময় নয়। সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণও নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশলের ব্যাপক চর্চা একান্ত প্রয়োজন। তা না হলে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়ন সম্ভব নয়। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) গবেষণা কর্মকতা মো: আকিবুল হক,লক্ষ্মীপুর জেলা বিসিক উপব্যবস্থাপক আসাদুল্লা হাসান, প্রমোশন অফিসার মো: জুয়েল চৌধুরীসহ জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক উদ্যোক্তা এ সেমিনারে অংশ নেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.