লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শেয়ার

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর:

শিক্ষার্থী ভাবনা জরিপ এবং ২০২৩ সালে এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা উদ্যোগে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সদর সভাপতি মোঃ তামজিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক, আব্দুল হামিদ খান ভাসানী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সু’শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত কোনো জাতি সামনে এগুতে পারে না। বলা হয়ে থাকে, যে জাতির কাছে শিক্ষা নেই, সেই জাতি সম্পদের দিক দিয়ে যতই ধনী হোক না কেন তারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আবার অনেক জাতি রয়েছে যারা সম্পদের দিক থেকে অতটা ধনী না হওয়া সত্ত্বেও শিক্ষায় এগিয়ে থাকার বদৌলতে বিশ্ব দরবারে সর্বোচ্চ আসন দখল করে আছে। এতে বুঝা যায়, ধন-সম্পদের দিক দিয়ে একটি জাতি, যেমনি হোক না কেন? ধনী কিংবা দরিদ্র, উন্নতির শিখরে পৌঁছাতে হলে অবশ্যই সেই জাতিকে শিক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, নতুন সেশনের আগমন হয়েছে, নতুন করে গন্তব্য। নতুন প্রাণ চাঞ্চল্য, নতুন শপথ সব কিছুই যেন একাকার না হয়ে যায় সেজন্য পড়াশোনায় সর্বোচ্চ সজাগ থাকতে হবে। নতুন করে শিক্ষা কিংবা শিক্ষাব্যবস্থা নিয়ে ইসলাম বিরোধী কোন অপসংস্কৃতি চর্চা হলে আমরা এ-র উচিত জবাব দিতে বদ্ধপরিকর থাকবো।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ও শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছে।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সামাজ ও জনপদ ইতিহাসের সবচেয়ে অস্থির সময় পার করছে। বাঙ্গালীরা চিরন্তন গুণাবলী হারিয়ে গেছে। যে সমাজে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতো, সে সমাজ থেকে এখন সহমর্মিতা, মায়া, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, স্নেহ ও আন্তরিকতাগুলো হারিয়ে গেছে। সর্বত্রই শুধু হাহাকার বিরাজমান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.