লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
সংসদ বাতিল এবং জাতীয় সরকারের অধীনে পুন:নির্বাচন, ট্রান্সজেন্ডার ও সমকামীতাকে বৈধতা দেওয়ার পায়তারা, বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় তারা বলেন বক্তারা সরকারের নানা সমালোচনা করে বলেন, বর্তমান শিক্ষা নীতি দিয়ে জাতিকে মূর্খ বানানোর পায়তারা করতেছে। আওয়ামী সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও নির্বাচনে সামন্য ভাগ ভোটারও আনতে পারেনাই। শিক্ষা কারিকুলাম বাতিল, আসিফ স্যারকে পূর্নবহাল এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে পুন:নির্বাচনের দাবী জানায় তারা। এছাড়াও ব্রাককে তাদের ট্রান্সজেন্ডার এজেন্ডা বাতিলের হুশিয়ারিও দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রটারি মাওলানা মহিউদ্দিন সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.