লক্ষ্মীপুরে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

শেয়ার

ইত্তেফাকের হীরক জয়ন্তী পেরিয়ে ৬৪তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে শনিবার সকালে একটি র‌্যালী প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোজ গার্ডেন চাইনিজ এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

পরে আলোচনা সভায় ইত্তেফাকের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিঞা মো. গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. আবদুল্যা আল মামুন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক জাকির হোসেন ভূঁঞা আজাদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান ও রায়পুর উপজেলা প্রতিনিধি এম আর সুমন। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ।

সভার শুরুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তাঁর পরিবারবর্গকে এবং এর নির্মাণ শৈলীকে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের অন্যতম প্রয়াত মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানী ও গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওর্দীকে। সভায় বাংলা ও বাঙ্গালীর ৬৪ বছরের ইতিহাসের স্বারথী ও বাঙ্গালীর সংগ্রামের ভ্যানগার্ড দৈনিক ইত্তেফাকের অগ্রযাত্রার শুভ-কামনা করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.