লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মো. বাবুল হোসেন (৪৫) নামের এক ইটভাটার শ্রমিককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবুল চর মনসা গ্রামের রফিক উল্লাহর ছেলে ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিক। পরে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, একই এলাকার রফিক উল্লাহর ও আক্কাস মোল্লার সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে রফিক উল্লাহ নিজ বাড়ির সামনে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ আক্কাস মোল্লা তার লোকজন নিয়ে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকের বড় ছেলে বাবুলের নাক কেটে যায়। এ ব্যাপারে পুলিশের সাথে কথা বলা সম্ভব হয়নি।