লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা মো: ফারুক হত্যার বিচারের দাবীতে যৌথ ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সদর উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর ১২টায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা যুবলীগের কার্যালয় সামনে এসে সমবেত হয়।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে সদর উপজেলার হামছাদী ইউনিয়ন আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ ওমর ফারুক হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।