লক্ষ্মীপুর : শিশু ও যুবকদের প্রতি মনোযোগ দেওয়াই, তাদের নিরাপদে বেড়ে উঠার প্রথম পদক্ষেপ এমন প্রতিপাদ্যকে নিয়ে লক্ষ্মীপুরে মাদক প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন সামনে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী আয়োজন করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর শওকত হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী। আলোচনা সভা শেষে মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।