লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বুধবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোর্শেদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবদুল্ল্যাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের সভাপতি ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।
বক্তারা অর্থনৈতিক উন্নয়নে নারীদের অগ্রগতি নিয়ে আলোকপাত করেন।