লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার খাঁন প্রমুখ।
এ খেলায় লক্ষ্মীপুর ক্লাব, বাগবাড়ি ক্লাব, সিটি ক্লাব, চৌরাস্তা ক্লাব, পৌর ক্রীড়া সংঘ, হাসপাতাল রোড ক্রীড়া সংঘ, দক্ষিণ মজুপুর ক্রীড়া চক্র ও হাইফাই ক্রীড়া চক্র অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে হাইফাই ক্রীড়া সংসদ ও দক্ষিণ মজুপুর ক্রীড়া চক্র অংশগ্রহণ করেন।