সোলাইমান ইসলাম নিশান:
লক্ষ্মীপুর ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবুল কাশেমের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে পালেরহাট বাজার সংলগ্ন এলাকায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পালের হাট বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পালেরহাট পাবলিক হাই স্কুলে মিলিত হয়। মিছিলে জনসাধারণ আনারস প্রতীকের বিভিন্ন স্লোগান দেই।
সেখানে সৈয়দ আবুল কাশেম বলেন,আমি এই ইউনিয়নের মানষের জন্য কাজ করতে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি এই ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট গুলো করিয়েছি। আমি যদি নির্বাচনে জয়ী হয়। আমি সবসময়ে সাধারণ মানুষের পাশে থাকবো। আমার কোনো পিছুটান নেই।ভোটার রা যদি আমাকে তাদের মুল্যবান ভোট প্রদান করে আমি তাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিবো!
তিনি আরো বলেন, জনগণে কেনো চেয়ারম্যানকে খুঁজতে হবে আমি নির্বাচিত হলে আমি জনগণকে খুঁজে নিবো।