নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে একটি হত্যা ও ৩টি মাদক মামলার পলাতক আসামি রাকিব হোসেন রাজুকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার সময় গ্রেফতারকৃত রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার মধ্য রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকা থেকে দুই রাউন্ড গুলি ও একটি এলজিসহ গ্রেফতার করা হয়।
রাজু উপজেলার কেরোয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কেরোয়া গ্রামের হোসেন মাষ্টারের ছেলে।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, রাজু আন্তঃজেলা মাদক সম্রাট। ছাত্রলীগ নেতা হত্যাসহ একাধিক মাদক মামলার পলাতক আসামি। গোপন সংবাদ পেয়ে তাকে অস্ত্রসহ (একটি এলজি ও দুই রাউন্ড গুলি) গ্রেফতার করা হয় এবং কারাগারে পাঠানো হয়েছে। এ সময় আরো দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।