লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নে জৈনক রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে ১.রিভালবার,২.এলজি( আগ্নেয়াস্ত্র) সহ দূর্ধর্ষ সন্ত্রাসী মো: আলী আকবর ওরপে ঢাকায়া আকবর(৩১) কে গ্রেফতার করে পুলিশ।

আজ বুধবার (২৭/০৯/২৩ইং) ভোর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের দিক নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানার একটি ফোর্স তাকে গ্রেফতার করে।

মো: আকবর(৩১) পিতা:মঞ্জুর মিয়া, মাতা:হোসনেয়ারা বেগম চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি গ্রামের জব্বার সওদাগর বাড়ির বাসিন্দা।

বিষয়টি আজ বুধবার বিকেল ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং করে জানান জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ।

তিনি আরো জানান,আকবর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। সেজন্য লক্ষ্মীপুর আত্মগোপনে রয়েছে ও অপরাধ চক্রে জড়িয়ে পড়ছে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।এবং আরো তথ্য নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,আকবর চট্টগ্রামের তৎকালীন শিবির ক্যাডার সাজ্জাদের একান্ত সহযোগী বলে জানান জেলা পুলিশ সুপার। শিবির ক্যাডার সাজ্জাদ ভারতে বসে চট্টগ্রামের ধন্যাঢ্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং বিভিন্ন অপরাধ করছে। তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে। সব মামলায় দুবছর কারাভোগ করে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর জামিনে বের হন। বের হয়ে আবারো চাঁদা দাবি করে আসছেন তিনি।

মো: আকবর ওরপে ঢাকায়া আকবরের নামে সিএমপি, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.