পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে সদর উপজেলার বশিকপুর এলাকা থেকে অস্ত্রসহ মো: মাসুদ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পল্লী নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: জাহাঙ্গির হোসেন। আটককৃত মাসুদ বশিকপুর এলাকার টুলু মিয়ার ছেলে।
দত্তপাড়া পুলিশের ইনচার্জ মো: জাহাঙ্গির জানান, সদর উপজেলার বশিকপুর এলাকা থেকে গোপন সংবাদের বিত্তিতে মাসুদ নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে তার স্বীকারউক্তি অনুযায়ী অভিযান চালিয়ে মাসুদের বাড়ি থেকে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।