লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ছাত্রলীগের কম্বল

শেয়ার

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :অসহায় ও পথচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আজিম শাহ্মার্কেট, উত্তর তেমুহনী, নিউ মার্কেট ও আলিয়া মাদ্রাসাএলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের উদ্যোগে ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় ৩০০ অসহায়, পথচারী ও রিক্সাচালকের শরীরে কম্বল পড়িয়ে দেয় নেতাকর্মীরা। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি নুর হোসেন মিঠু, শাহেদ মাহমুদ, মনোয়ার হোসেনজাবেদ, সহ সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হীরা, দপ্তর সম্পাদকশাহাদাত হোসেন ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হৃদয়হোসেন রুবেল, সহ সম্পাদক টিপু সুলতান শাহেদ, সদর উপজেলাছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় সাহা, করিমুল হক কনক কারী, পৌরছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক মাহমুদ জাহিদ, সাধারণসম্পাদক মোরশেদ আলম নিশাদ প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন,অসহায় গরীভ মানুষের মাঝে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতেও ছাত্রলীগের এমনকার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.