লক্ষ্মীপুরে অসহায় ও দুস্থদের ঈদবস্ত্র বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা রাফসান

শেয়ার

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান।

৩০ ই মার্চ শনিবার উপজেলার কমলনগর চর লরেন্স ইউনিয়নে দেড় শতাধিক অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে তিনি এই ঈদবস্ত্র বিতরণ করেন। ছাত্রলীগ নেতা সামির ইয়াছার রাফসান বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে আমরা সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছি। আগামী দিনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম অনিক, চর লরেন্স ইউনিয়ন ছাত্রলীগের ১ম যগ্ম-আহ্ববায়ক আশিকুর রহমান সাগর সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.