লক্ষ্মীপুরে অটোরিক্সায় চাপা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে সাকিব (১০) ২য় শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩১ জুলাই ১২ টার দিকে পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় এই ঘটনা ঘটে।ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাকিব পৌর শহরের ১৪ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের সুমনের পুত্র ও বাঞ্চানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় সাকিব তার খালুর ঢেউটিন বোঝাই করা অটোরিক্সায় উচু রাস্তায় উঠতে আটকে যায় পেছন থেকে সাকিব সহ আরো কয়েকজন অটো রিক্সাটিকে ধাক্কা দিলে  রিক্সাটি উল্টে তার উপর পড়ে, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে কতর্বরত চিকিৎসত মৃত ঘোষনা করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি শুনেছি সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে ঘটনা শুনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.