লক্ষ্মীপুরে অটোরিকসার ধাক্কায় শিশু নিহত

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার চরবংশী এলাকায় অটোরিকসার ধাক্কায় জামিল হোসেন(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চরবংশীর জাহের মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয় শিশু জামিল হোসেন। রাস্তা পারাপারের সময় অটোরিকসার ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামিল হোসেনকে মৃত ঘোষনা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকসার ধাক্কায় চার বছরের শিশু জামিল হোসেন মারা গেছে। এবিষয়ে তদন্ত করে আইনহগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.