লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রভাবশালীদের বাধার মুখে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ

শেয়ার

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের কালিদাসেরবাগ গ্রামে প্রভাবশালীদের হুমকী ও বাধার মুখে স্থানীয় ৪০টি পরিবারের চলাচলের রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এতে আসন্ন বর্ষা মওসূমে পূর্বের ন্যায় এবারও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয়দের লিখিত অভিযোগে জানা যায়, বটতলী -দত্তপাড়া সড়কের ১১নং হাজিরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কালিদাসের বাগ এলাকার “মাইজের বাড়ির দরজা থেকে সাদেকের বাড়ির দরজা” নামক এই পথ ব্যবহার করে স্থানীয় ৫/৬টি বাড়ির মানুষ ও তাদের পূর্বপুরুষরা শতবছর পূর্ব থেকে চলাচল করেছে। বর্তমানেও ৪০ টি পরিবারের লোকজন বাড়িতে আসা যাওয়ার জন্য এ পথ ব্যবহার করছেন। এ রাস্তাটি স্থানীয়ভাবে অতীব জনগুরুত্বপূর্ণ বিধায় হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে রাস্তার অর্ধেকাংশে সলিং ও গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অর্ধেক রাস্তা নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে সলিংয়ের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সংবাদ পেয়ে একই এলাকার জহিরুল ইসলাম রনি ও তার পিতা- কুদরত উল্যা রাস্তার উপরে বাঁশ- কাঠের বেড়া এবং পিলার পুতে দেয়াসহ বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়ে রাস্তা নির্মাণে বিঘœ সৃষ্টি করছে। উপজেলা উন্নয়ন পরিষদের নিযুক্ত ঠিকাদার গত ৫ এপ্রিল সকালে উক্ত রাস্তা সলিং করার জন্য প্রয়োজনীয় উপকরন নিয়ে গেলে ডাঃ জহিরুল ইসলাম রনি, তার পিতা- কুদরত উল্যাসহ তাদের দলীয় ও অনুগত লোকজন বাধার মুখে সলিং করা যায়নি।

স্থানীয়রা জানায়, জহিরুল ইসলাম রনি একজন এমবিবিএস ডাক্তার। তিনি নিজ উপজেলায় কর্মরত থেকে মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে হয়রানী করছেন।

এ বিষয়ে বক্তব্য নেবার জন্য ডাঃ জহিরুল ইসলাম রনিকে ফোন করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয় যায়নি।
এলাকাবাসী জনস্বার্থে বর্ষা মওসূমের আগেই জনগুরুত্বপুর্ণ এ রাস্তাটি নির্মাণসহ বাধাসৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.