সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইউপি নির্বাচনে দুই ভোট কেন্দ্রে সংঘর্ষ, আহত-২০, পুলিশের ২৫রাউন্ড গুলি

Array

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটি ভোট কেন্দ্রে সদস্য প্রার্থীদের দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২০জন আহত হয়েছেন। এসময় ২৫ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বড়খেরী ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মুজাস্বর বাড়ী দরজা অস্থায়ী ভোট কেন্দ্রে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় বড়খেরী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুজাস্বর বাড়ী দরজা অস্থায়ী ভোট কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী বেলাল উদ্দিন তার সমর্থকদের নিয়ে দেশীয় অ¯্রসহ কেন্দ্র দখলের চেষ্টা করে। খবর পেয়ে জমির আলী নামে অপর ইউপি সদস্য প্রার্থী তার সর্থকদের ঘটনাস্থলে এসে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তিন পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরে ১০ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
অপরদিকে একই সময় ওই ই্উনিয়নের দক্ষিণ রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য মিজানুর রহমান ও মোশাররফ হোসেনের সর্মথকদের মধ্যে সংঘর্ষে দুই পুলিশসহ আরো ১০ জন আহত হয়। এই কেন্দ্রে ১৪রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ব্যবস্থা জোরদার করেছে। আহতদের স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার রামগতি উপজেলার বড়খেরী, চরআলগী ও চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে।
নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দু’টি কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু’টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে।

সর্বশেষ

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই নামে যে মানুষটির পরিচয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিaনি...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড়...

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...