লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৫.৫ মাত্রার ভূকম্পনের উৎপত্তি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আজ শনিবার(২ ডিসেম্বর) সকাল ৯.৩৭ মিনিটে লক্ষ্মীপুরে ভূমিকম্প অনুভূত হয়। জেলার রামগঞ্জ ও ফরিদগঞ্জের সীমান্ত এলাকার ইউএসজিস থেকে এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ২-৩ সেকেন্ড ব্যাপ্তির এই ভূকম্পনের মাত্রা ৫.৫ ছিল বলে সূত্রে জানা যায়। গ্লোবাল ডিজেস্টার অ্যালার্ট এন্ড কোঅর্ডিনেশন সিস্টেম এর বরাতে দুর্যোগ ও আবহাওয়া বিষয়ক অবজারভার স্থানীয় সংবাদকর্মী আবু তাহের রামগঞ্জ থেকে উৎপত্তি হয়ে ভূমিকম্পনটি কয়েক সেকেন্ডের জন্য সারাদেশ নাড়া দিয়ে যায় বলে জানিয়েছেন।

হঠাৎ ভূকম্পনে আতংকিত হয়ে পড়েন লক্ষ্মীপুর জেলার ১০লক্ষাধিক মানুষ।
স্থানীয় এলাকাবাসীরা জানান,বাসাবাড়ী সহ সবখানে আকস্মিক সবকিছু প্রচন্ড কাঁপতে থাকে। ভূমিকম্পন হচ্ছে এমনটা প্রথমে বুঝে উঠতে না পারলেও কিছুক্ষনের ভেতরেই নিশ্চিত হওয়া যায় এটা ভূমিকম্পনই ছিল। এসময় সবাই আল্লাহ্ তায়ালার সাহায্য কামনা করেন।

তারা আরও জানায়,ভূকম্পনের প্রভাবে ৫-৭ তলার বিল্ডিং মনে হচ্ছিল কেউ ধাক্কা দিয়ে নাড়াচ্ছে। পুকুর,নদী-নালার পানিতে হঠাৎ প্রচন্ডরকমভাবে উপচানো প্রবাহ পরিলক্ষিত হয়।
তবে কোথাও কোন রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.