লক্ষ্মীপুরের দেওয়াল সাজছে রং-তুলির আঁচড়ে

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরত্ব,বিজয় ও শহীদদের স্মরণে  লক্ষ্মীপুর শহরের বিভিন্ন দেয়ালে বিভিন্ন  গ্রাফিতি অংকন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) সকাল  থেকে এই গ্রাফিতি অংকন কর্মসূচি শুরু হয়েছে। শহরের আদর্শ সামাদ স্কুল মোড় সহ  আশেপাশের  এলাকার বিভিন্ন দেয়ালে এই গ্রাফিতি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে লক্ষ্মীপুরে শহীদদের নাম, জেলার মানচিত্র, জাতীয় পতাকা সহ বৈষম্য বিরোধী নানা গ্রাফিতি।

তারা জানান, নতুন প্রজন্ম বা মানুষের কাছে স্বাধীনতা রং তুলির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। আমরা কোনো বৈষম্য চাইনা। আমরা এদেশে সকলে বাঙালি হয়ে থাকতে চাই। আমাদের এই কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিরত্ব গাথা ইতিহাস ও যা দেশের শিক্ষার্থীদের উজ্জিবীত করেছে।

কর্মসূচির রং, তুলি , স্প্রে, বাার্নিশসহ যাবতীয় আর্ট সামগ্রির জন্য নিজেরা টাকা সংগ্রহ করে এর অর্থায়ন করেছে বলে জানিয়ে গ্রাফিতি অংকন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

কর্মসূচি শেষে দেশাত্মবোধক গানের আড্ডায় মেতে উঠেন তারা। রং তুলির আচড়ে শহর আবার নতুন করে সাজবে বলে আশা করেন শহরের সচেতন নাগরিকরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.