লক্ষ্মীপুরের ইজতেমা মাঠে গ্রামীন নেট সমস্যা: অস্থায়ী টাওয়ার রবি-এয়ারটেলের

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুর জেলার বেশী ব্যাবহারকারী গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করলেও বড় রকমের গণজামায়েত ইজতেমা মাঠে লাখো মানুষের জন্য অতিরিক্ত কোন নেটওয়ার্ক স্থাপন করেনি গ্রামীণফোন। ফলে গ্রামীণফোন ব্যবহারকারিগণ ইজতেমা শুরুর র্পূবদিন থেকে মাঠে ফোন ব্যবহারে সমস্যা পড়েছেন বলে অভিযোগ করেছেন মুসল্লিরা।

এ দিকে ইজতেমায় আগত মুসল্লিরা যেন নিবিঘ্নে ও নিরবচ্ছিন্নভাবে কথা বলতে পারেন এ লক্ষ্যে একীভূতভাবে রবি-এয়ারটেল অস্থায়ী নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করা হয়েছে। এজতেমা শুরুর দিন শুক্রবার (২৩ ডিসেম্বর)  ইজতেমায়  গিয়ে দেখা যায়, নেটওয়ার্ক উন্নয়নে রবি-এয়ারটেলের একদল দক্ষ কর্মরত রয়েছেন। এ সময় ইঞ্জিনিয়র তৈফিক জানান, ইজতেমা উপলক্ষে অস্থায়ীভাবে টাওয়ারটি স্থাপন করা হয়েছে। এতে করে ইজতেমা আগত মুসল্লিরা নিবিঘ্নে কথা বলতে পারবেন। এতে থ্রি-জি সুবিধাও থাকবে। ইজতেমায় আগত মুসল্লিরা জানান, বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতির কারণে মোবাইল নেটওয়ার্কে সমস্যা করে। ভ্রাম্যমাণ টাওয়ার স্থাপনের পরও কোন থ্রি জি নেটওয়ার্ক পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আমবয়ানের মধ্য দিয়ে  লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ৩ লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.