রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরের ‘অপহৃত’ ডা. ইকবাল মাহমুদ সাড়ে সাত মাস পর উদ্ধার

Array

লক্ষ্মীপুর :

ঢাকা থেকে ‘অপহৃত’ লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদকে সাড়ে সাত মাস পর ফিরে পেল পরিবার। বুধবার (৩১ মে) দিবাগত রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো-হাটা (গরু বাজার) এলাকায় অপহরণকারীরা তাকে চোখ বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তিনি নিজেই চোখের বাঁধ খুলে অটোরিকশা করে বাড়ি আসেন। এর আগে গত বছরের ১৪ অক্টোবর ভোররাতে ঢাকার সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে পরিবার দাবি করে। এ ঘটনায় ১৫ তারিখ রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম।

ইকবাল লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমের ছেলে। তিনি স্বাস্থ্য বিভাগের মহাখালীতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (০১ জুন) সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত সাংবাদিকরা বাসায় গিয়ে ডা. ইকবালের সাথে কথা বলা চেষ্টা করেন। কিন্তু তিনি অসুস্থ্য থাকায় তার পরিবারের সদস্যরা তাকে কথা বলতে দেননি।

ফিরে আসা ছেলে ডা. ইকবালের বরাত দিয়ে বাবা একেএম নুরুল আলম বলেন, চোখ বাধাঁ অবস্থায় তার ছেলেকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো হাটা (গরু বাজার) এলাকায় একটি মাইক্রোবাস থেকে রেখে যাওয়া হয়। পরে সে একটি অটোরিকশা করে বাড়ি ফিরে আসেন। অপহৃত হওয়ার পর  থেকে গত সাড়ে ৭ মাস তাকে (ডা. ইকবালকে) একটা ছোট কক্ষে রাখা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ সময় তার চোখ বাধা ছিলে। তবে তাকে নিয়ম করে খাওয়ার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমার ছেলে অক্ষত অবস্থায় ফিরে এসেছে এটাই বড় প্রাপ্তি। ছেলেকে ফিরে পাওয়ায় প্রধানমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানান তিনি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ডা. ইকবালের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ডা. ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে ওসি জানান, ডা. ইকবাল নিখোঁজ হওয়ার পর তারা বাবা ঢাকা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এব্যাপারে ওই থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েলকোচ বাসে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এনেসথেসিয়ার উপর প্রশিক্ষণের জন্য ডাঃ ইকবাল মাহমুদ ঢাকায় যায়। ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকার সাইন্স ল্যাবরেটরী এলাকায় বাস থেকে নামলে ওই স্থানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায়।

সর্বশেষ

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও...

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর)...