লক্ষীপুরের রামগতিতে গ্রামীনব্যাংক শাখার উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরন

শেয়ার

মোখলেছুর রহমান ধনু:

দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচী ২০২৩.এই কর্মসুচীকে চলমান রাখতে, লক্ষীপুরের রামগতি এরিয়ার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক, চর আলেকজান্ডার রামগতি শাখার উদ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করছেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতির এরিয়া ম্যানেজার মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আলেকজান্ডার রামগতি শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দীন আল-মামুন, পরিচালনা করেছেন সেকেন্ড ম্যানেজার মোঃছায়েদুর রহমান। আরো উপস্থিত ছিলেন চর আলেকজান্ডার শাখার সকল সহকর্মী বৃন্দ ও ১০/ম কেন্দ্রর কেন্দ্রপ্রধান- রাশেদা বেগম সহ বিভিন্ন কেন্দ্রের সদস্য বৃন্দ।

নাসির উদ্দীন আল মামুন জানান চর আলেক জান্ডার শাখায মোট ৫০০০০ চারা বিতরন করা হবে। তার মধ্যে আজকে২০/০৬/২০২৩ইং তারিখ বিশেষ সপ্তাহের বিশেষ দিবস উপলক্ষ্যে সদস্যদের মাঝে প্রায়২০০০০ টি ফলজ ও বনজ চারা বিতরন করা হয়েছে।এই সময়ে এরিয়া ম্যানেজার মোঃসেলিম রেজা বলেন এ বিতরণ কার্যক্রম সাপ্তাহ ব্যাপী চলবে এবং বৃক্ষরোপন কর্মসূচি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে বলে জানান। তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংক ঋন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। আমরা সদস্যর মেধাবী ছেলে-মেয়েদেরকে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করে থাকি। রামগতি এরিয়ার ৯টি শাখায় মোট ২ লক্ষ ৪০ হাজার ৫০০টি বৃক্ষ চারা বিতরন করা হবে বলে তিনি জানান। সদস্যরা ফলজ ও বনজ গাছের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.