রোনালদোর ইতিহাসের দিনে রোমাঞ্চকর লড়াই জিতল পর্তুগাল

শেয়ার

একটি মাত্র গোল করলেই ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র ব্যক্তি হবেন তিনি।

এমন রেকর্ডের হাতছানির দিনে গ্রুপ এইচের লড়াইয়ে ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। আল আবাউদ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে আফ্রিকার দেশটিকে চাপে রাখে ২০০৬ বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা।

তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো।

সেই সঙ্গে পাঁচটি বিশ্বকাপে গোল করা ইতিহাসে একমাত্র ফুটবলার বনে গেছেন তিনি। শেষদিকে রোমাঞ্চ ছড়িয়ে আফ্রিকার দেশটির বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের জায়ান্টরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.