রূপপুরের বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে”এমভি আনকা সান”

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি:
রুপপুর নির্মানাধিন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে “এমভি আনকা সান” নামক বানিজ্যিক জাহাজ। রাশিয়ার পির্টাসবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার(২০ মার্চ) সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

বেনুটা পতাকাবাহী বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস কনভেয়ার শিপিং এর কর্মকর্তা সাধন কুমার জানান, রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে আসা এ জাহাজে ৭১০ প্যাকেজের ১০২২ মেট্রিকটন মেশিনারিজ পণ্য রয়েছে। কাষ্টম ক্লিয়ারিং সহ সকল নিয়মকানুন শেষে দুপুরের পালা থেকে পণ্য খালাস শুরু হয়। এর পর খালাসকৃত পণ্য সড়ক পথে নেওয়া হবে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.