পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে রায়পুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ ৫ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে প্রাইম ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইম ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, ছাত্রলীগ নেতা পাপেল মাহামুদ, সাদ্দাম পাটওয়ারী, তারেক আজিজ জনি, মহসীন পাটওয়ারী, কাউছার হোসেন, মাহাবুবুর রহমান রিজভী, তানজীম ইমন, নজরুল ইসলাম শিমু, তানভীর হোসেন, ইফতেখার রায়হান সহ প্রায় ২ শতাধিক নেতাকর্মী।