রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকায় ঈদগাঁ মাঠে এই সামাবেশ হয়। পরে শাহাজালাল রাহুলকে আহবায়ক ও ৪জনকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সমাবেশে দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দীন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা পরিষদের সদস্য ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, রায়পুর উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আ’লীগের আহবায়ক আলহাজ্ব কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ, ৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু জাফর মিন্টু ফরায়েজি, আ’লীগ নেতা তাজল ইসলাম মাষ্টার, মিচ্যুালাল ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন, স্বেচ্চাসেবকলীগে নেতা কৌশিক আহম্মেদ সোহেল, ছাত্র নেতা মারুফ বিন জাকারিয়া প্রমুখ।
রায়পুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ : কমিটি গঠন
Array
