রায়পুর :
লক্ষ্মীপুরের রায়পুরে ১১ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে তাদেরকে এ কারাদন্ড দেওয়া হয়। শনিবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরার সময় কোষ্টর্গাড ও মৎস অধিদপ্তরের র্কমর্কতারা জেলেদের আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী র্কমর্কতা শিল্পি রানি রায়ের র্কাযালয়ে হাজির করলে, আটক জেলেদের এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষ্মী গ্রামের ওসমান গনি, হাসিম মাল, গিয়াস উদ্দিন ব্যাপারী, নুরুজ্জামান, ফারুক লস্কর, আলমগীর লস্কর, হাসান, মেজবা র্সদার, জলিল মাঝি, হুমায়ুন কবির, মাঈন উদ্দিন ব্যাপরি।
লক্ষ্মীপুরের সিনিয়র মৎস র্কমর্কতা বেলায়েত হোসেন বলেন, র্মাচ-এপ্রিল দু’মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকার সত্তেও জেলেরা গোপনে ইলিশের জাটকা ধরায় তাদেরকে আটক করার পর অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যককে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়। আটক জেলেদের রোববার কারাগারে পাঠানো হবে