লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হারুনুর রশিদ (৩৫) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডের মিয়াজন পাটওয়ারী বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটেছে।
সে একই এলাকার মৃত: নুরুল ইসলামের পুত্র ও রায়পুর চরপাতা ইউনিয়নের মজিবুল হক একাডেমীর সহকারী শিক্ষক। তার অকাল মৃত্যুতে পরিবার, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মজিবুল হক একাডেমীর প্রধান শিক্ষক মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, স্কুলের মধ্যাহ্ন বিরতীর সময় খাওয়ার জন্য বাড়িতে আসেন। এসময় বাড়ীর ছাদে পানি উঠানোর মটর বিকল দেখতে পেয়ে নিজই তার মেরামত চেষ্টা করেন। এসময় অসতর্ক অবস্থায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।