মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

রায়পুরে বাল্য বিয়ে আয়োজন করায় ২জন শ্রীঘরে

Array

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার আয়োজন করায় বর ও কনের মামার এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালাতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায় তাঁর কার্যালয়ে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বামনীর সাইচা গ্রামের নজির আহম্মদের ছেলে বর হুমায়ুন কবির (১৮) ও কনের মামা একই গ্রামের সুজন হকের ছেলে মহিউদ্দিন (৪২)।
সূত্র জানায়, সোমবার রাত ৯টায় সদর উপজেলার হামছাদী ইউনিয়নের মোঃ বাবুলের মেয়ে ও কাজির দিঘীরপাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারের (১৪) সাথে গোপনে সাইচা গ্রামের নজির আহম্মদের ছেলে ব্যবাসায়ী হুমায়ুন কবিরের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি গ্রাম-পুলিশ নিয়ে তাদের আটক করে। পরে থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে হাজির করলে তার নিজেদের দোষ স্বীকার করলে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, বাল্য বিয়ে দন্ডনীয় অপরাধ। এ জড়িত দুইজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। পরিবারের অন্য সদস্যদের মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হাওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...