লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম। ১৪ মে রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের সভাপতিত্বে এ সভা হয়।
এসময় জেলা প্রশাসক উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, স্যানেটেশন, মাদক সহ আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে ৩ ঘন্টাব্যাপী আলোচনা করেন এবং পরামর্শ দিয়ে সকলের সহযোগীতা কামনা করেন।
এতে উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন, সহকারী কমিশনার (ভূমি) উন্মে হানি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, ওসি লোকমান হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, বিএনপি সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার, কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।