‘
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতিক্ষার পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। এতে পাপেল মাহামুদ কে সভাপতি ও তারেক আজিজ জনিকে সাধারণ সম্পাদক পদ ঘোষনা দেওয়া হয়েছে।
রবিবার ( ০৫মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুন্নবী সোহেল ও সেক্রেটারি রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এ কমিটি অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য রায়পুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতারা সমন্বয় করে ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।