পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য র্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে বুূধবার (৪ঠা জানুয়ারী) ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকাল ১১ টায় শহরের প্রাইম ব্যাংকের সামনে থেকে র্যালী শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইম ব্যাংকের সামনে সংক্ষিপ্ত
সমাবেশে মিলিত হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আ’লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মঞ্জুর হোসেন সুমন, রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া, ছাত্রলীগ নেতা খান আল মামুন, পাপেল মাহামুদ, সাদ্দাম পাটওয়ারী, মহসীন পাটওয়ারী, কাউছার হোসেন তাকের আজিজ জনি , মাহাবুবুর রহমান রিজভী, নজরুল ইসলাম শিমু, কামরুল হাসান হিমেল, তানজিম ইমন, ইখতেখার রায়হান, তানভীর রহমান সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী।