রায়পুর :
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ ভাবে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানী। এসময় অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের দায়ে শহরের হাজী খালেক এন্ড ব্রাদর্সের ১০ হাজার, কস্মিক সেন্টারের ৪০ হাজার, চন্দ্রন বণিকের ১০ হাজার ও খান ট্রেডার্সের ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অন্য সকল অবৈধ গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানকে সরকারের সংশ্লিষ্ট থেকে লাইসেন্স গ্রহন অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়ে সকর্ত করে দেওয়া হয়েছে।