মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন!

Array

পল্লী নিউজ ডেস্ক:

মেধাবী ছাত্রী লাইজু আক্তর স্মৃতি (১৪)। সে ২০১৭ সালের লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। এদিকে বুধবার (২১ ডিসেম্বর) স্মৃতির বিয়ে উপলক্ষ্যে বিয়ের সাজে পুরো বাড়ী সাজ সাজ রব বিরাজ করছে। মেহমান ও স্বজনরাও বিয়ে বাড়ীতে আসতে শুরু করেছেন। স্মৃতি পরীক্ষা ও আঠারো বছরের আগে বিয়ে করতে রাজি নয় বলে তার বান্ধবীদের কাছে বলে নিরবে কাঁদছেন। সে রায়পুর-ফরিদগঞ্জ উপজেলার বোয়ার্ডার বাজার সংলগ্ন চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকার মুন্সি বাড়ীর হেলাল উদ্দিন মুন্সির ও আমেনা বেগমের মেয়ে। এ বাল্য বিয়েটি বন্ধ করতে এলাকাবাসীর লিখিত অভিযোগের মাধ্যমে ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখিত অভিযোগে জানাযায়, স্মৃতি বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। স্মৃতির অভিভাবক তাদের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা সানি (৩২) নামে এক আবুদাবি প্রবাসী ছেলের সাথে বিয়ের সকল প্রস্তুতি সম্পূর্ন করেছেন। কিন্তু সামনে এসএসসি পরীক্ষা অন্যদিকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় স্মৃতি বিয়ে করতে অসম্মতি জানালেও অভিভাবকগন পরীক্ষার আগেই বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। স্মৃতির সাথে যোগাযোগের চেষ্টা করলে তার অভিভাবকের বাধার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে সাংবাদিকদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগীতা চেয়েছেন এলকাবাসী।
এ ব্যাপারে অভিভাবক হেলাল উদ্দিন মুন্সি ও আমেনা বেগম বলেন, মেয়ে উপযুক্ত হয়েছে। ভালো ছেলে পেয়েই মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে সমস্যার কোন কিছু দেখছিনা। স্থানীয় কাজি কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, ১৮ বছরের নিচে এবং এসএসসি পরীক্ষার্থী বাল্য বিয়ে দেওয়া যাবে না। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...