রায়পুরে ৩’শ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, সহকারি কমিশনার ভূমি মুনিরা খাতুন, শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সফিউল্লাহ মিয়া, সাধারন সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান ও এডভোকেট মিজানুর রহমান মুন্সি প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মরহুম মুক্তিযোদ্ধা পরিবারকে রজনীগন্ধা ফুল, ক্রেষ্ট, নগদ টাকা ও উপহার সামগ্রী পুরস্কার দিয়ে সংবর্ধিত করা হয়।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে নৃত্য, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.