রায়পুরে ২১টি ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের উদ্যোগে ২১টি ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের পাশে একটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী এবং সঞ্চালনা করেন কলম যোদ্ধা জিল্লুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ও পৌর প্রশাসক মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, হায়দর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব আলী হায়দার বেল্লাল পাটোয়ারী, ভিপি নজরুল ইসলাম লিটন এবং ফেডারেশনের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।

প্রধান অতিথি মো. ইমরান খান বলেন, “রায়পুরের সকল ব্যবসায়ী সমিতিকে একত্রিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একতা ও সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও উন্নয়নে কাজ করতে হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য এক বিশেষ ভোজের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.