প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে দিনভর গনসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। আজ বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে তিনি উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে, ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে ও খাসের হাট বাজারে, ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের হাজিমারা এলাকায়, ৯নং দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট ও ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের টুনির চরে গনসংযোগ কালে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গনসংযোগকালে তিনি বলেন, দেশে একটি প্রতিযোগীতামুলক নির্বাচন সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রার্থী হয়েছি। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। গনতন্ত্রের স্বার্থে দেশ বিদেশে নির্বচনকে গ্রহনযোগ্য করার জন্যই আমার নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়া। কিন্তু নৌকার প্রার্থী একচেটিয়া ভোট করতে চায়।