প্রদীপ কুমার রায়, বিশেষ সংবাদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছেন ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এ এফ জসিম উদ্দিন।
আজ সোমবার (০১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের একটি চায়নিজ রেস্টরেন্ট এ মতবিনিয় সভা করেন তিনি।
মত বিনিময় সভায় তিনি বলেন, দেশে একটি প্রতিযোগীতামুলক নির্বাচন সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রার্থী হয়েছি। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। গণতন্ত্রের স্বার্থে দেশ বিদেশে নির্বচনকে গ্রহনযোগ্য করার জন্যই আমার নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়া। কিন্ত নৌকার প্রার্থী একচেটিয়া ভোট করতে চায়। আমি এ বিয়য়ে সাংবাদিক বন্ধুদের বিশেষ সহযোগীতা কামনা করি।
তিনি উপকুলীয় অবহেলিত এ জনপদের চরাঞ্চলের সাধারণ মানুষের জীবনধরা উন্নত করতে চর ভিত্তিক বিভিন্ন প্রকল্পের মাধমের শ্রেণী বৈষম্যেও জন্য বিশেষ উদ্যেগ নিবেন জানিয়ে নির্বাচনে নিজের বিজয়ের বিষয়ে আশাবাদী বলে দাবি করেন।
এসময় মামুনুর রশিদ, মো: আবু তালেব, প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাবেক সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক এমঅর সুমন, মুকুল পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।